ঢাকা | এপ্রিল ২৭, ২০২৪ - ৪:৫৩ পূর্বাহ্ন

বিদ্যালয়ে শুক্রবারেও উড়ছে জাতীয় পতাকা

  • আপডেট: Friday, March 25, 2022 - 3:22 pm

অনলাইন ডেস্ক: শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিক ভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের এই দিনে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৪৫ নং বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার স্কুল শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি। স্কুল বন্ধ করে শিক্ষকেরা তালা দিয়ে চলে যায়। এর মধ্যে গতকাল রাত ও আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখে এলাকাবাসী।

স্কুলের প্রধান শিক্ষক সাহিদুর রহমান জানান, আমার ঊর্ধ্বতন অফিসার গোলাম মোস্তফা স্যার আমাকে পতাকা টানাতে বলেছে, তাই আমি পতাকা টানিয়ে রেখেছি।

এ ব্যাপারে, বক্তব্য জানতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা মিয়ার ফোন নম্বরে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইরিন খানম বলেন, আজ শুক্রবার ২৫ মার্চ স্কুলে জাতীয় পতাকা উত্তলনের সরকারি কোনো নির্দেশনা আমরা পাইনি, এবং কাউকে পতাকা টানাতেও বলিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন বলেন, আজ জাতীয় পতাকা উত্তলনের কোনো সরকারি নির্দেশনা আমাদের নেই, তবে কেউ পতাকা টানিয়ে থাকলেও এটা আমার জানা নেই।

সোনালী/জেআর