ঢাকা | এপ্রিল ২০, ২০২৪ - ৭:৩৭ অপরাহ্ন

ভারতে ঘুমের মধ্যে আগুনে পুড়লো ১১ শ্রমিক

  • আপডেট: Wednesday, March 23, 2022 - 11:15 am

অনলাইন ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছে ১১ জন শ্রমিক। এছাড়াও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক সংবাদে বলা হয়, বুধবার (২৩ মার্চ) রাত ৩ টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুইতলা গুদাম ঘরে আগুন লাগার সময় উপরের তলায় ঘুমাচ্ছিলেন ১২ জন শ্রমিক। তাদের মধ্যে থেকে নিচে লাফ দিয়ে একজন প্রাণ বাঁচাতে পারলেও বাকিরা জীবন্ত পুড়ে মারা যায়।

এদিকে সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় আগুনে ১১ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, নিহতরা সবাই ওই গুদামের শ্রমিক হিসেবে কর্মরত ছিল, তারা বিহার থেকে তেলেঙ্গানায় এসেছিলেন শ্রমিকের কাজ করার জন্য।

বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত জানতে অগ্নিকাণ্ডের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সোনালী/জেআর