ঢাকা | এপ্রিল ২৭, ২০২৪ - ৭:২৯ পূর্বাহ্ন

ইউক্রেনের বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা বাংলাদেশি জাহাজ

  • আপডেট: Tuesday, March 1, 2022 - 7:57 am

অনলাইন ডেস্ক: ইউক্রেনের একটি বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটির দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় আর ফিরতে পারেনি।

বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত জানিয়েছেন, এখনো পর্যন্ত জাহাজের নাবিকরা নিরাপদ আছেন। জাহাজে ৩০-৪০ দিনের খাদ্য মজুত আছে। জাহাজটির মূল সাগরে আসতে হলে স্থানীয় পাইলট লাগবে। তাদের সহায়তা ছাড়া সাগরে আসা সম্ভব নয়। তবে যুদ্ধাবস্থার জন্য স্থানীয় পাইলট পাওয়া যাচ্ছে না। তাই সাগরেও জাহাজটি আসতে পারছে না।

সূত্র জানায়, আটক জাহাজটিকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা চালাচ্ছে।

জানা যায়, অলিভিয়া বন্দরে ১৩টি দেশের জাহাজ আটকা পড়েছে। তবে যুদ্ধের কারণে এসব জাহাজ চলতে পারছে না।

সোনালী/জেআর