ঢাকা | এপ্রিল ১৯, ২০২৪ - ১০:৫১ পূর্বাহ্ন

‘ফুল ফুটেছে’ লালগ্রহ মঙ্গলে

  • আপডেট: Tuesday, March 1, 2022 - 7:54 am

অনলাইন ডেস্ক: লালগ্রহ মঙ্গলে ‘ফুল ফুটেছে’। এটি নজর এড়াতে পারেনি সেখানে বিচরণকারী যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান কিউরিওসিটির। গ্রহটিতে প্রাণ আছে কিনা, অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড আছে কিনা, এসব নিয়ে গবেষণা চলছে।

বিজ্ঞানীরা বলছেন, কিউরিওসিটির পাঠানো ছবি বিশ্লেষণ করে নতুন তথ্য পাওয়া গেছে। খবর সায়েন্স অ্যালার্টের।

ধারণা করা হচ্ছে, সেখানে সালফেট জাতীয় লবণ আছে। ওই বস্তু তারই প্রমাণ। তবে আদ্যোপান্ত ফুলের মতো দেখতে সেই বস্তুটি কোনো জৈব পদার্থ কিনা, তা নিয়েও সন্দেহ আছে।

বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলে বহু কোটি বছর আগে পানির স্রোত বইত। ছিল বড় বড় নদীনালা ও জলপ্রপাত। সেই পানিতে থাকা কিছু খনিজ পদার্থ নিচে জমে পাথরে রূপ নিয়েছিল। তাতে সালফেট জাতীয় লবণও ছিল। কোটি কোটি বছরে সেই পাথর ক্ষয়ে বিলীন হয়েছে। কিন্তু লবণ ক্ষয় হয় না বলেই এখনও টিকে আছে। এই ফুল তেমনই কয়েকটি খনিজ পদার্থের মিশ্রণ হতে পারে।

নাসার গবেষক অ্যাবিগেল ফ্রেম্যান টুইটে লিখেছেন, লাল গ্রহের বুকে সদ্য আবিস্কৃত এই পদার্থটির নাম দেওয়া হয়েছে ব্ল্যাকথর্ন সল্ট। এর ছবি ধারণ করেছে কিউরিওসিটি রোভারের ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ ক্যামেরা।

সোনালী/জেআর