ঢাকা | এপ্রিল ২৬, ২০২৪ - ২:৪৪ অপরাহ্ন

‘জিতলে হবে ক্রোয়েশিয়ার ইতিহাস সেরা ম্যাচ’

  • আপডেট: Tuesday, December 13, 2022 - 7:12 pm

অনলাইন ডেস্ক: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। পরপর দু’বার বিশ্বকাপের সেমিফাইনালে তোলার সুযোগ ক্রোয়াট কোচ গ্লাটকো ডালিকের। তিনি মনে করেন, মেসিদের বিপক্ষে জিততে পারলে তা হবে ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ।

গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের ম্যাচে জয় পেয়েছিল। এখন পর্যন্ত ওটিই ক্রোয়াটদের ইতিহাস সেরা ম্যাচ বলেও উল্লেখ করেন ডালিক, ‘গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় ক্রোয়েশিয়ার ইতিহাসের সেরা। ব্রাজিলের বিপক্ষে গত ম্যাচটি দ্বিতীয় অবস্থানে আছে। যদি আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারি,তাহলে ওটাই হবে আমাদের ইতিহাসের সেরা জয়।’

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে মেসিদের সমীহ করছেন ডালিক, মডরিচরা। বিশ্বকাপের শেষ চারে আসাকেও অসাধারণ অর্জন মনে করছেন ক্রোয়াট কোচ। তবে তার মনোযোগ গত বিশ্বকাপের মতো অসাধারণ কিছু করা। পরপর দু’বার বিশ্বকাপের ফাইনালে খেলা অসাধারণ কিছু হবে বলে মনে করেন তিনি।

ডালিক বলেন, ‘আমরা এখন বিশ্বের সেরা চার দলের একটি। আমাদের প্রত্যাশা এখন আরও বড়। মেসির নেতৃত্বে চলা অসাধারণ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে আমাদের। তারা উদ্দীপ্ত দল, আর্জেন্টিনার চেয়ে বেশি চাপেও আছে। আমিও আশাবাদী মানুষ। নিজের খেলোয়াড়, খেলার ধরনের ওপর বিশ্বাস আছে আমাদের।’

জমাট রক্ষণ ক্রোয়েশিয়ার। মিডফিল্ড আসরের অন্যতম সেরা। ওই দুই জায়গায় ভরসা রেখে রক্ষণাত্মক ফুটবল খেলে ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও অতিরিক্ত সময়ে ফলাফল হয়েছে তাদের ম্যাচের। দুই বিশ্বকাপ মিলিয়ে নকআউটে নয় ম্যাচের আটটি ক্রোয়েশিয়া অতিরিক্ত সময়ে নিয়ে গেছে।

গোল করতে না পারলে গোল খাবো না, এই যেন তাদের খেলার ধরন। এবারের আসরে জাপান ও ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে ক্রোয়েশিয়া। দুই ম্যাচে অতিরিক্ত ৬০ মিনিট খেলতে হওয়ায় মডরিচ, লভরেনদের ক্লান্ত থাকার কথা। তবে ক্রোয়াট কোচ তা নিয়ে চিন্তিত নন, ‘অতিরিক্ত সময়ে খেলা ক্লান্তির বিষয়। তবে সেমিফাইনালে ক্লান্তি নিয়ে ভাবার সময় নেই।’

সোনালী/জেআর