ঢাকা | এপ্রিল ২৫, ২০২৪ - ৫:৩৯ পূর্বাহ্ন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪

  • আপডেট: Thursday, March 17, 2022 - 2:38 pm

অনলাইন ডেস্ক: জাপানের উত্তরপূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত চার জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ভূমিকম্পের ১০ ঘণ্টা পরও ওই অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি হয়। প্রাথমিক হিসাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার বলা হলেও পরে সংশোধন করে এর মাত্রা ৭ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, চার জনের মৃত্যু হয়েছে এবং পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী পরাঘাত হওয়ার সম্ভাবনা থাকায় সরকার উচ্চ সতর্কাবস্থায় থাকবে।

অন্তত ১০৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে, তাদের কয়েকজনের আঘাত গুরুতর।

এদিকে ভূমিকম্পকে কেন্দ্রকরে সুনামি সতর্কতা জারি করা হলেও বৃহস্পতিবার সকালে তা প্রত্যাহার করে নেয়া হয়। কয়েকটি এলাকা থেকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে গুরুতর কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি।

সোনালী/জেআর