ঢাকা | মার্চ ২৯, ২০২৪ - ৪:৪৯ পূর্বাহ্ন

প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, ভারত ম্যাচের আগে সাকিব

  • আপডেট: Tuesday, November 1, 2022 - 12:19 pm

অনলাইন ডেস্ক: চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। অস্ট্রেলিয়ায় চলমান এই বিশ্বকাপের শিরোপার দাবিদার তারা। সেই ভারতের বিপক্ষেই কাল মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সে তুলনায় অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপের আগে ধুঁকেছে অনেকদিন। বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও পুরোপুরি সন্তোষজনক ছিল না পারফরম্যান্স।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। সেখানেই টাইগার দলপতি জানালেন, ভারতের বিপক্ষে ম্যাচ তার কাছে বিশেষ কিছু না। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আর দশটা ম্যাচের মতো এই ম্যাচকেও স্বাভাবিক চোখেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিব আল হাসানের সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ জিততে যায়নি কিংবা ফেভারিট হিসেবেও খেলছে না। তাই মেকি আত্মবিশ্বাসে না ভুগে সাকিবের আশা নিজেদের সেরাটা খেলে অঘটন ঘটানোর চেষ্টা করা।

এক সাংবাদিকের প্রশ্নে সাকিব বলেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

ভারত ম্যাচ বিশেষ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’

গত কয়েক বছরে দেখা গেছে, ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যম গরম থাকে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। কালকের ম্যাচটা সেই পরিস্থিতি ফিরিয়ে আনবে কি না, এই প্রশ্নের জবাবটা সরাসরি দেননি সাকিব। তার আশা, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। শেষ ম্যাচটা ভালো ছিল। আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি।’

সোনালী/জেআর