ঢাকা | এপ্রিল ২০, ২০২৪ - ৪:৩৪ অপরাহ্ন

বস্তায় চাল কম থাকায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট: Sunday, February 27, 2022 - 1:37 pm

স্টাফ রিপোর্টার: বস্তায় চাল কম থাকায় রাজশাহীতে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাষ্ট্রায়াত্ব মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় ও রাজশাহী জেলা প্রশাসনের সমন্বয়ে নগরীর কুমারপাড়া ও কাদিরগঞ্জে এ অভিযান চালানো হয়।

অভিযানে ‘মেসার্স বাবুল এন্টার প্রাইজ’ নামের একটি চালের আড়তে ৫০ কেজি ওজনের বস্তায় ৩২০ গ্রাম চাল কম পাওয়া যায়। এ সময় ওই প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাদিরগঞ্জ এলাকায় ‘মেসার্স বেলা ভান্ডার’ নামের একটি আড়েত ৫০ কেজির চালের বস্তায় ৩৫০ গ্রাম কম পাওয়া যায়। এ সময় এই আড়তকেও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই জানায়, এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাব সানিয়া বিনতে আফজাল নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক আবুল কায়েম।