নগরীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক আহত
স্টাফ রিপোর্টার: নগরীতে ট্রেনের ধাক্কায় কেদু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ ভ্যানচালক গুর্বতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর ভদ্রা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। গুর্বতর আহত অবস্থায় কেদু মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ বঙ সূত্রে জানা গেছে, সকালে রেলক্রসিংয়ের ব্যারিকেড ফেলা না থাকায় ভ্যান চালিয়ে রেললাইন পার হচ্ছিলেন কেদু মিয়া। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুর্বতর আহত হন কেদু। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।