ঢাকা | এপ্রিল ২৫, ২০২৪ - ৮:০০ পূর্বাহ্ন

ইতিহাসের সর্বোচ্চ দরপতন পাকিস্তানি রুপির

  • আপডেট: Tuesday, June 21, 2022 - 12:22 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তানি রুপির সর্বোচ্চ দরপতন ঘটেছে। সোমবার দেশটির মার্কেটে এক ডলারের দাম ওঠে ২১০.১৯ রুপি।

পাকিস্তানের এএ কমোডিটিজের পরিচালক আদনান আগর বলেছেন, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের সঙ্গে স্টাফ-পর্যায়ে চুক্তি না করা পর্যন্ত এই দরপতন অব্যাহত থাকবে।

উদ্ভূত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের হৃদয় ভেঙে গেছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থাকে শক্তিশালী করা যেতে পারে শুধু আইএমএফ ফ্রন্ট ইতিবাচকভাবে উন্নতির মাধ্যমে।

পাকিস্তান ইতোমধ্যে আইএমএফ এর ঋণ কর্মসূচি সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে।

শরিফ সরকারের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এবং অর্থবিষয়ক উপমন্ত্রী আয়শা পাশা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমের সঙ্গে সাক্ষাৎ করে আইএমএফ কর্মসূচি করার সহায়তা চেয়েছেন।

সোনালী/জেআর