ঢাকা | এপ্রিল ২৫, ২০২৪ - ১১:৪৯ পূর্বাহ্ন

ইন্দো-বাংলা তায়কোয়ানদোতে রাজশাহীর চারটি স্বর্ণ জয়

  • আপডেট: Saturday, June 4, 2022 - 11:08 pm

 

স্পোর্টস ডেস্ক: ভারতের কলকাতায় অনুষ্ঠিত ইন্দো-বাংলা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের হয়ে রাজশাহীর খেলোয়াড়রা চারটি স্বর্ণ জয় করেছেন। শনিবার ভারতের শিয়ালদহ পিএল রয় ইনডোর স্টেডিয়ামে দুইদিনব্যাপী এ গেমস শুরু হয়েছে।

এতে বাংলাদেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ানদো সমিতির সাতজন খেলোয়াড় অংশ নেন। তাদের মধ্যে রিদওয়ান ইসলাম আহান, জান্নাতুল ফেরদৌস জারিন, শামিউল হাসান অর্নব ও আফরিন মোস্তফা স্বর্ণ পদক লাভ করে। এছাড়াও আব্দুর রাহম রৌপ্য ও হাসানুর রহমান ব্রোঞ্জ পদক লাভ করেন।

এই দলের কোচ হিসেবে ছিলেন সাকলাইন জনি, নাইমুর রহমান নাইম ও মোমিন খান পরশ। এছাড়াও এ গেমসে অভিভাকদের মধ্যে ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সোনিয়া আক্তার, শাম্মি নাজ ও তানিয়া আক্তার।