ঢাকা | এপ্রিল ২৬, ২০২৪ - ১০:০৭ পূর্বাহ্ন

রাজবাড়ীতে দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনসহ নিহত ৬

  • আপডেট: Wednesday, June 1, 2022 - 11:06 am

অনলাইন ডেস্ক: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

বুধবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজবাড়ী থেকে কু‌ষ্টিয়াগামী এক‌টি বেপ‌রোয়া গ‌তির ট্রাকের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয় রাজবাড়ীগামী অটোরিকশা ও এক‌টি প্রাইভেটকারের। এতে দুম‌ড়ে-মুচ‌ড়ে যায় অটো‌রিকশা‌ ও প্রাইভেটকার। ঘটনাস্থ‌লেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন এবং আহতেদের প্রথমে কালুখালী উপ‌জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যালে নেওয়ার পর আরও তি‌ন জনের মৃত্য হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন ও অটো চালক রয়েছেন। নিহতরা সবাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুঁইজোর এলাকার বাসিন্দা।

নিহতরা হলেন- পাংশা উপজেলার পুঁইজোর ৭ নং ওয়ার্ডের মো. বশির মিয়ার ছেলে অটো চালক মো. নাসির (৩৫), মোতালেব হোসেনের স্ত্রী মসিরন বেগম (৬০), মসিরন বেগমের মেয়ে মরিয়ম (৪৫), মর্জিনা (৪০), মসিরনের ছেলের স্ত্রী রাবেয়া (৩০) ও মর্জিনার ছেলে (১০)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সেগুলো রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সোনালী/জেআর